প্রতিউত্তর
বোরহানুল ইসলাম লিটন


শহুরে বাবু গ্রামে যাচ্ছে
বেড়াতে শ্বশুর বাড়ী,
নৌকায় চড়ে দিতে হবে
চার কিলো পথ পাড়ি।
মাঝিটাতো বেজায় বুড়ো
বয়স অনেক বেশি,
ভাড়ার আশায় দিচ্ছে তবু
ফোকলা দাঁতের হাসি।
আসুন বাবু আমার নৌকা
পুরা ই পঙ্খি রাজ,
ভাড়ার কথা বলে আমায়
দিবেন না কভু লাজ।
যা দিবেন তাতেই খুশি
মোদের গ্রামের জামাই,
বলে আগুনের দলটা ভরে দিল
কল্কি টার মাথায়।
মেমসাহেব আর মেয়ে নিয়ে
বসল নৌকায় গিয়ে,
ঘাট থেকে সে ছাড়ল নৌকা
হুক্কায় টান দিয়ে।
একটু গিয়েই হাঁপিয়ে উঠলো
গা গেলো তার ঘেমে,
আরাম পাবার আশায় বইঠা
মারছে থেমে থেমে।
মেমসাহেব কে বলে জামাই
ধরতে পারি বাজি,
বাসায় যেতে সন্ধা হবে
এ তো পাওয়ার লেস মাঝি।
তাই না শুনে মাঝি ভাবে
নিশ্চয় দিছে গালি,
নইলে হাসতে হাসতে মেয়েটা অমন
দিতো না হাতে তালি।
মনের রাগে মাঝি বলে
বাবু বুঝিনি আপনার বাণী,
পাওয়ার লেস যদি ভালো হয়
আমি আপনার কাছের ঋণী।
আর যদি তা খারাপ হয়
দুঃখ পাবো বেশ,
তাহলে কিন্তু বাবু আপনার
চৌদ্দ গুষ্ঠি পাওয়ার লেস।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১২/২০১৯ইং।