রাখাল ছেলে
বোরহানুল ইসলাম লিটন
==================৥৥৥


দিন কাটে মোর মাঠের পরে
নয়তো খালের জলে,
ভর দুপুরে ঘুম পাড়ি রোজ
বৃক্ষ বটের ডালে।


হাঁস খালে দিই ছাগল মাঠে
সঙ্গী আমার ধেনু,
ঝির ঝিরে বায় বৃক্ষ শাখায়
নিত্য বাজাই বেণু।


মন সদা মোর দোস্তি করে
মেঘ নীলিমার দেশে,
জ্যোৎস্না তে যাই নিদ্রা উঠি
ভোর প্রভাতে হেসে।


স্বপ্নটা ওই শস্য সবুজ
তেপান্তরের মাঠে,
বুকখানি যায় গর্বে ভরে
নৌকা বাঁধার ঘাটে।


ভর দিনমান ব্যস্তে কাটে
আধ মাঠে আধ জলে,
ঘর ফিরি রোজ ক্লান্ত দেহে
ঘোর গোধূলির কালে।


লাজ যদি যায় অন্তে হেরে
মা’র বকুনির গালে,
ঠিক তখনি মন বলে তুই
গর্বে রাখাল ছেলে।


==================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২-০৮-২০২০ইং।