রাতের শব্দ (রম্য)
বোরহানুল ইসলাম লিটন



গভীর রাতে হঠাৎ করে
ভেঙ্গে গেলো ঘুম,
বিকট জোরে শব্দ হলো
ব্রুম ব্রুম ব্রুম ব্রুম।


নিশ্চয় ঘরে ঢুকছে ডাকাত
নয়তো হবে চোর,
আবার ভাবি শোবার সময়
বন্ধ ছিল দোর।


তবে কি ঐ ভূত এসেছে
শরা গাছ থেকে,
তাল গাছের পেত্নী টা নয়তো
বসেছে আজ বেঁকে।


আবার কানে শব্দ এলো
হিস্ হিস্ হিস্ হিস্,
নিশ্চয় ঢুকছে অজগর
তাই দিচ্ছে জোরে শিষ।


লেপ কাঁথা তাই মুড়ি দিয়ে
কাঁপছি থর থর,
মনে হচ্ছে উঠেছে বুঝি
একশ পাঁচ ডিগ্রী জ্বর।


চিৎকার দেওয়ার আশায় মাথা
যেই করেছি বের,
চরম শব্দে এগিয়ে এলো
পেয়েছে বুঝি টের।


ব্যঙ্গতায় চারপাশটা বলে
রক্ষা নেই আজ চাঁদু,
খেয়াল করে দেখি পাশে
নাক ডাকাচ্ছে দাদু।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০১/২০২০ইং।