রসালো বিনয়
[email protected]@@
যতোই স্বার্থে হোক ছয় ঘুরে নয়,
সবই কি হৃদের সাড়া মিছে অভিনয়?
গহনে সুজন পাখি
দিয়ে শ’ যাতনা মাখি
আড়ালে ভাবলে তবু এনেছি বিজয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??
নিশীথে শ্বাপদ গেলে চুপে অভিসারে,
দোষ কি যদি সে আশা তক্ষক কাড়ে?
তা’ বলে বাদাড়ে অতি
কাঁদলে অবলা নতি
জেনেও না হলে তবু জোনাকি উদয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
সুন্দর লিখেছ ভাই রূপকে।
অনেক শুভকামনা রইল।
খুব ভালো থেকো সব সময়।
অর্থবহ ভাবগাম্ভীর্যের আলোকে রূপকের অনন্য কাব্য! নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
অসাধারণ কাব্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
চমৎকার রূপকে দারুণ আবেগময় মানবতাবাদী ভাবনার বিবিধ কবিতা , ভাল লাগলো , শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
খুব সুন্দর একটা কবিতা
অনন্য শব্দবিন্যাসে রচিত
মুগ্ধ করা মানবতাবাদী রূপককাব্যে
দারুন ভাবে অভিভূত হলাম প্রিয় কবি।
খুব, খুবই ভালো লাগল, শুভ কামনা রইল।
রূপকের অবয়বে সুন্দর কাব্যিক ভাষা
সবকিছু মিছে নয়, নহে মিছে আশা
খুঁজে পাওয়া যায় মানবিক ভালোবাসা।
মুঠো ভরা ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি প্রিয়জন, হার্দিক শুভকামনা রইলো ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
রূপকে, অপূর্ব প্রকাশ , মনোমুগ্ধকর সুন্দর মানবতাবাদী কাব্য ।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা, প্রিয়কবি ।
অপূর্ব কাবিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আলো জীবনের দিশা, কাব্যে জাগালে আশা ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
কবি চমৎকার মানবতাবাদী উপলব্ধির প্রকাশ খুবই সুন্দর পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।