রূপান্তর
বোরহানুল ইসলাম লিটন


যতই থাকুক মা কর্মের ভিড়ে,
শিশুটি র দিকে কিন্তু চায় ফিরে ফিরে।
এ যে এক নাড়ির টান রক্তের বন্ধন,
উথলিয়া উঠে দুধ যদি করে ক্রন্দন।


খরায় প্রকৃতির মুখে রুক্ষ হাসি,
জীবনটা হয় তখন যায় আর আসি।
মেঘ যদি কাঁদে কভূ ফিরে পায় প্রাণ,
প্রকৃতি সেজে উঠে এক হয়ে উদ্যান।



প্রকাশ কাল
২০/১২/২০১৯ইং।