শ্বেত বিহগীর তান
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


মনটা আমার কাঁদে আশার দোরে,
তাই তো থাকে স্বপ্ন সুখের ঘোরে।
যদিও ঘুরে নিষ্ফলা এক দেশে,
তবুও চলে আর্জি সদাই চেষে।


চোখ যদি তার আকাশ দ্যাখে জানলা মেলে তারা,
ক্ষণ হয়ে যায় স্বপ্নপুরী জ্যোৎস্না দিলে সাড়া।
চঞ্চলা হয় ঝিরঝিরে বায় জোনাক হয়ে ঘুরে,
যায় কখনো শুভ্র সুখে চন্দ্র পানে উড়ে।
আর যদি যায় স্মৃতির সাথে করতে ক্ষণিক খেলা,
রূপ সায়রের জল দিয়ে সে বাঁন্ধে মেঘের ভেলা।
যায় শেষে তাই শ্বেত বসনে উদাস বনের ক্রোড়ে,
তান পেয়ে সে ক্ষ্যান্ত হতে বৃষ্টি হয়ে ঝরে।


পদ চলনের মান!
মন প্রকৃতি শুদ্ধ করে
ডাকলে সেথা বান।
নয় কি বিধির শান!
বয় তবু ক্যান গহীন কোণে
শ্বেত বিহগীর তান!!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৪/২০২১ইং।