ছাগের ছক্কা (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


রাত বারো টার অনেক পরে
হয়নি তখন ভোর,
বেশ জোরে এক শব্দ পেয়ে
উঠতে বসে ধরফরিয়ে
কাটলো ঘুমের ঘোর।


হচ্ছে আওয়াজ একটু দূরে
কল গোয়ালের পর,
লাকড়ি খড়ি রাখতে হেথা
যত্ন করে গড়ছি যেথা
ছোট্ট বেড়ার ঘর।


ভয় পেয়ে এক কাষ্ঠ হাতে
একলা হয়ে বের,
ছুঁত ছুঁতানির শঙ্কা দেলে
ক্ষণ প্রতি ক্ষণ ঘর্ম ফেলে
টানতে হলো জের।


তাক করে কান বুঝনু শেষে
হয়তো হবে বাঘ,
লাফ দিয়ে তাই বৃক্ষে চড়ে
দেখনু কেঁপে টর্চ টা ধরে
ঘুরছে সেথায় ছাগ।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২-১০-২০২০ইং।