শান্তির আশায়
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


আমরা যে কতো গরীব রে মন
বুঝাবো কেমন করে!
নিশি দিন তবু জাগ্রত ঘুমে
স্বপ্ন চলেছি গড়ে।


ওই চেয়ে দ্যাখ রঙ্গে মোড়ানো
বিলাস বহুল বাড়ি,
বছরের শেষে পাল্টায় ওরা
তিন মডেলের গাড়ি।


ছ’তলা মোদের পাঁচটি দালান
কোথা সম্পদ ঢের?
কেঁদে সদা তাই অন্তর বহে
অপূর্ণতার জের।


ভাবি সযতনে যদি বা কখনো
পাই বিধাতার দান,
সারাটা জীবন হৃদয়ে রাখিব
গাঁথিয়া তাহার মান।


’পাই যাহা চাই’ যাতনার ঢেউ
চলিছে যখন দেলে,
চেয়ে দেখি পাশে ধুলায় রয়েছে
ঘুমায়ে অনাথ ছেলে।


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৭/২০২০ইং।