শীতের বীন
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


হায়রে মাঘের শীত,
দাঁতগুলো সব সাত সকালে
গাচ্ছে যেন গীত।
রয় কি সুখের ভিত!
না যদি হয় খুকির খেলা
ছি দিয়ে কিত্ কিত্!


হিম যেয়ে আজ জীর্ণ কাঁথায়
করছে বলে ধুম,
ওম নাকি তাই দেয়নি রাতে
বুড়ির গায়ে চুম,
রাত গেছে নির্ঘুম।


উঠবে না আজ সূর্য্যি মামা
নেই ভালো তার মন,
চৌদিকে তাই নাড়ার আগুন
জ্বলছে প্রতিক্ষণ।
এই তাপই যে গরীব দুখীর
সবচে’ আপনজন।


বাজলে শীতের বীন,
কেউ খোশে হয় আত্মহারা
কেউ শোধে যায় ঋণ!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০১/২০২১ইং।