স্বপ্নিল নদীর ধারা
========================@@@


একটা নদীর প্রেমে হাবুডুবু খাই
স্বপনে সম্মুখে পাই তারে শুধু আমি,
গভীর মায়াবী তার টলটলে জল
দানে এ’ হৃদয়ে আশা বুঝি তা নিশ্চিত
হীরকের চেয়ে নয় গুণে মানে কিঞ্চিত অদামী।


দেখতে দু’অক্ষি ভরে লহরির খেলা
চন্দ্রের আহ্বানে একা ওই বুকে বেয়ে চলি তরী,
জোছনার ধারে এনে রূপালী আবাস
আমাকে তখন যাচে চুপিসারে সেই বিভাবরী।


বুঝাতে পারি না আমি ক্ষীণ ভাষা দিয়ে
কেমনে বেড়ায় ভেসে স্রোতের সে’ সুর,
তবু রচি আনমনে হয়তো বা হবে
অভিসারিণীর কোন সাজা দেয়া রূপালী ঘুঙুর।


খুব উদ্বেলিত হই দেখে তার রূপ
খুশিতে হৃদয়ে গাঁথি কাঙ্খিত এ’ ছিরি,
পাশেই যখন দেখি জেগে আছে এক
জোড়া ডাহুকের ডাকে চির চেনা স্নিগ্ধ ধানসিঁড়ি।


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন