স্বপ্ন এঁকো!
====================@@@


খুব বিকেলে নিরজনে
আমার কথা পড়লে মনে
সজ্জিত সেই মেঘের বুকে স্বপ্ন এঁকো!
কাঁচা ধানের চুষে দানা
ঘাস ফড়িংটা মেললে ডানা
দামাল ক্ষেতের আস্তরণে স্বপ্ন এঁকো!


রাখালিয়া বাঁশির ভাষা
চষলে গো ছাগ ভেড়ার আশা
গামছা বাঁধা চাষির মাথে স্বপ্ন এঁকো!
অস্তাচলের ব্যাকুল পাখি
ঢাকলে বাটের কাজল আঁখি
’বিদায়’ বলে ভানুর ভালে স্বপ্ন এঁকো!


ঝিঁঝিঁ ডাকা ঝোপের আড়ে
জ্বললে জোনাক বারে বারে
পিদিম হারা সাঁঝের দোরে স্বপ্ন এঁকো!
খেঁক শিয়ালের নীরস ডাকে
ঢুললে শশী পাতার ফাঁকে
ছন্দে চলা নদীর বুকে স্বপ্ন এঁকো!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন