শ্রেষ্ঠ দান
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


মা আছে মোর হৃদয় মাঝে
স্বর্গ সুখের প্রাণ,
আমার
খোদ বিধাতার দান।


ছোট্ট কালে খেলতে হেসে
ঘুরছি উঠোন মাঝ,
নজর রেখে একটু দূরে
করতো মা তার কাজ।
কাঁদলে কভু ক্ষুধার তোড়ে
আসতো ছুটে এক ভোঁ দোড়ে
রাখতে কোলে যত্ন করে
দুধ করাইতো পান,
আমার
খোদ বিধাতার দান।


চলতে হেসে কিশোর বেলা
মা ছিল মোর সাথী,
কাল পেরোতো পড়ার মাঝে
খেলতে চড়ুইভাতি।
মসজিদে আর বিদ্যালয়ে
রোজ পাঠাতো তাগিদ দিয়ে
নইলে যেতো সঙ্গে নিয়ে
থাক যতো মোর ভান,
আমার
খোদ বিধাতার দান।


চলছি সাথে বন্ধু নিয়ে
বয়স তখন বেশ,
সার শাসনে সঙ্গে ছিল
বাপ মা’র উপদেশ।
যত্ন দেখে আদর ভরা
হার মেনেছে বর্ষা খরা
পাক প্রকৃতি দেয়নি ধরা
রাখতে নিজের মান,
আমার
খোদ বিধাতার দান।


বদ্যি সেজে সারাজীবন
থাকছে মা মোর পাশে,
তাই না দেখে পাক বিধাতা
প্রাণ খুলে রোজ হাসে।
শিক্ষা পেয়ে ধন্য জীবন
পাক ধরণী শুদ্ধ এ মন
তুই মা অতি অমূল্য ধন
থাক চিন অম্লান,
আমার
খোদ বিধাতার দান।।


=============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৫/২০২০ইং।