সু-হারা শিক্ষা!
======================@@@


হু হু করে চলছে বেড়ে শিক্ষা বা তার হার,
মিলছে তাতে মার্জিত কি আজকে যা দরকার?
লিখতে নিতি ভেঙে কলম
মাখে যারা বাম বা মলম
তারাই যদি কর্মক্ষেত্রের নাশ করে সু-সার!
মিলছে তাতে মার্জিত কি আজকে যা দরকার?


শিক্ষা থাকে যে’ চলনে শুদ্ধ শ্বাসে মাতি,
ঘুন বা জরা সেই ধারে রোজ ক্যামনে নিভায় বাতি?
সনদ শুধু না পেলে দাম
না রেখে জ্ঞান কিংবা স্ব-ঘাম
চাইতো কে ভাই তেল সাধনে তুলতে ভাঁড়ে খ্যাতি,
শিক্ষা থাকে যে’ চলনে শুদ্ধ শ্বাসে মাতি?


বলছো তুমি সব তবে কি নৈশ গড়ের চান?
কক্খনো না, ঢের আজও বয় দীপ্ত জ্ঞানীর প্রাণ।
খেয়ে তারা লাজের গুতা
করছে সেলাই কালের জুতা
ভেবে তবু থাক চিরকাল টিকে চলার মান!
বলছো তুমি সব তবে কি নৈশ গড়ের চান?


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন