শীতের বিকাল
বোরহানুল ইসলাম লিটন
===============


রৌদ্রটা আর নেইকো প্রখর
সূর্য গেছে হেলে,
সরষে খেতে মৌমাছিরা
দুলছে হেসে খেলে।


ফুলে বসে খাচ্ছে মধু
যাচ্ছে আবার উড়ে,
দুষ্টুরা সব খাচ্ছে কলাই
নাড়ায় পুড়ে পুড়ে।


গাছালিরা হাড়ি নিয়ে
চড়ছে খেজুর গাছে,
ফড়িংগুলো করছে খেলা
দূর্বা ঘাসে ঘাসে।


গরু নিয়ে ফিরছে বাড়ি
রাখাল ছেলের দল,
গমের ক্ষেতে মেশিন দিয়ে
দিচ্ছে চাষী জল।


দল বেঁধে সব মেয়েগুলো
তুলছে নানা শাক,
বাসার পানে যাচ্ছে উড়ে
পাখ-পাখালির ঝাঁক।


শীত বিকেলের আমেজ ভরা
গ্রাম প্রকৃতি বেশ,
যত দেখি তবু যেন
হয় না দেখার শেষ।


=================
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
02/02/2020ইং।