স্মৃতির পাতা
বোরহানুল ইসলাম লিটন


অনেক দিনের কথা
আজ ভেসে উঠে মনে,
বুবু এসে বলে
ছোটু নেই কোনখানে।


পাড়ায় পাড়ায় খুঁজেছি কত
ঘুরে সারা গ্রাম,
রাস্তায় ঘুরে ঘুরে ডেকেছি শত
ধরে ওর নাম।


বাগান পুকুর মাঠ
নেই কোনখানে,
জিজ্ঞাসিনু সাথীদের ডেকে
ধরে এনে এনে।


স্নেহে ভরা মন আর
চোখ ভরা জল,
মা বলে কেন খুঁজছিস ওকে
সেটা আগে বল।


টিকা দিতে হবে আজ
মা শুনে হাসে,
সারাদিন ঘুরেছিস তুই
মরীচিকার পিছে।


বুদ্ধি তোর মাথায় আর
হবে কোন কালে,
গিয়ে দেখ বসে আছে
তোর খাটের তলে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০১/২০২০ইং।