সব আছে তবু কিছুই নেই
[email protected]@@
কে বলে রে সব আছে নেই চলে অনটন?
চারিদিকে কেন তবে নেই নেই গর্জন?
ধন আছে মন আছে আছে জানি নিঃশ্বাস,
কও দেখি কটা বুকে জাগে তবু বিশ্বাস?
খাল বিল ভুলে গেছে কারে কয় নীল জল,
ধুলি বিনে মেঠো পথ সুর হারা দুর্বল।
কাশ খোয়ে শরতের বুক করে ধড়ফড়,
গোধুলিতে গাড়োয়ান আছে কি রে তৎপর?
গরু নেই ঘরে ঘরে ছাগ হারা বৈকাল,
পান্তাও দেশ ছাড়া সাথে নিয়ে দই তাল।
ফসলের মাঠ নয় খড় ঘাসে রঙ্গিন,
নাও বিনে বরষার বেড়ে গেছে ঢের ঋণ।
বৈশাখী ঝড়ে নেই আম তলে শোরগোল,
রঙ করা ঘর কাঁদে বয়ে ভারি অর্গল।
আষাঢ়ের জল দেখে ভুলে না সে পাতিহাঁস,
মেলা বসে বট ছায়ে গড়ে কে ব্যাকুলে আশ!
মুখে মুখে ডাক আছে মমতার নেই লেশ,
সুর সখা খুঁজে ফিরে চঞ্চলা বিদ্বেষ।
পাখি আছে আঁখি আছে সুললিত নেই তান,
কুল আছে ফুল আছে কোথা সেই খানদান??
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
04/04/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনন্য উপলব্ধির কাব্যিকতা ! প্রিয় কবিকে হার্দিক শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !সঙ্গে থাকুন !
সুমধুর কাব্য লেখনী। শুভকামনা সতত প্রিয় কবি।
খুব সুন্দর কবিতা! ভীষণ মুগ্ধ পাঠে! শুভেচ্ছা অন্তহীন প্রিয় কবি।
অপূর্ব ।অপূর্ব।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
ছন্দের তালে তালে জীবনবোধের অসাধারণ প্রকাশ।খুব ভালো লাগল কবি ম।ভালো থাকুন সবসময় ।
কবিতা ছন্দের এত নিখুঁত প্রয়োগ খুব কম জনেই রক্ষা করতে পারে।
বলতে বাধ্য হচ্ছি এ আপনার এক অসাধারণ সৃষ্টি।
আজ কবিকে নয় কবিতাকে শুভেচ্ছা দিলাম।
দেশপ্রেম, মানবিক ভাবনা এবং জীবন ভাবনার অপূর্ব নান্দনিক উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সুন্দর সুন্দর কবিতা লিখেছেন।
ভালো লাগে
দারুণ আবেগঘন জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার দেশাত্মবোধক কবিতা,
ভাল লাগলো ; শুভকামনা রইল।
সব আছে তবু কিছুই নেই ; আছে তবু বিশ্বাস প্রিয় কবি। অসাধারণ অনুভূতির অসাধারণ প্রকাশ হৃদয় মন ছুঁয়ে গেলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।
সবই কিছু কিছু
তবু বহু দ্বন্দ্ব,
তাই ছুটি পিছু পিছু
যায় না যে সন্দ!
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
জীবনবোধের অনন্য কাব্যিকতায় মুগ্ধ হলাম,
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
'মুখে মুখে ডাক আছে মমতার নেই লেশ,"
জীবনবোধের সুন্দর ছান্দিক জ্ঞানবান কাব্য ,প্রিয় কবিকে শুভেচ্ছা জানাই ।
ভাল থাকুন অহরহঃ ।
অপূর্ব অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর ।। শুভ দুপুর প্রিয় কবি
অসাধারণ মানবতাবাদী দেশাত্ববোদক কবিতা পাঠে বেশ লাগল ধন্যবাদ।
কবি আছে কবিতায় ঘর নয় খানদান
রঙ চঙে বাজারে মেলা যেন উদ্যান ।
সেখানেই দেখেছি সুন্দরী তোমাকে
চটকটা অভিরাম আমি শুধু বিপাকে ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা, ভালো থেকো ।
নেই নেই দুনিয়ায় করি শুধু হাসফাস
মাটি তা-ও আছে কিনা চেয়ে দেখি আশপাশ।
সুন্দর ভাবনার অসাধারণ কাব্যিক প্রণয়ন।
এটাই নিয়ম হয়ে গেছে কবি,সব আছে পৃথিবীতে আবার কিছুই নাই যেন
অভাব সবখানে-- হোক সে খাদ্যের কিংবা ভালোবাসার, দুঃখের নাই কেন?
সুন্দর
বাপ রে বাপ!! জ্যান্ত সাপ না কবিতা ভাবতেসি প্রিয় কবি। হা; হা; হার্দিক শুভকামনা রইল।