সবচে’ বড় পরাজয়!
===========@@@


জলকে বক্ষে রেখে জলধি শিখিয়েছিল
কিভাবে জয়ী হতে হয় জঙ্গম চরাচরে।
সুন্দর রপ্ত করেছিল!
তাই তারপর আর তাকে হারতে হয়নি।
কখনো বিধ্বংসী প্লাবন হয়ে ভেঙেছে
চলনের অজস্র বাঁধা, আবার
কখনও মমতার সিক্ত আস্তরণে
সজীব করেছে দু’কূলের প্রবাহ।


কিন্তু হঠাৎ সে একদিন বন্ধন ভুলে
মেঘ হয়ে উড়ে গেলো আকাশে।
জলধি ভাবে ক্ষতি কি!
আবার ফিরে আসবে বৃষ্টি হয়ে আমারই বুকে
কারণ আমি যে অপরাজেয়।
তারপর --------


তৃষ্ণার্ত এক চৈত্রের পড়ন্ত বিকেলে
বিবর্ণ অক্ষি মেলে গগনের পানে চেয়ে জলধি ভাবে,
ওকে জয়ী হওয়ার কৌশলটা শিখানোই ছিল
আমার জীবনের ”সবচে’ বড় পরাজয়”।


==============@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/১০/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন