সবচেয়ে ভারি ও মানেই ত্রাণ
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


সবচেয়ে ভারি
========৥৥৥


ছোটকু মোদের খুব নাকি তার ছন্দ কথার ছল,
ফুলঝুরি ফাল কথ্যে দেখায় জ্ঞান গরিমার বল।
বলনু ছোটু বল দেখি তুই সবচেয়ে ভারি কি?
বললো আমার শবদেহ আর মায়ের চোখের জল।


মানেই ত্রাণ
======৥৥৥


যায় যদি কাল স্বর্গে ঢেঁকি ভানবে তবু ধান,
ছাই যদি যায় চন্দ্রলোকে বাড়বে না তার মান।
অন্তরে শঠ স্বার্থ পুষে ঘুরলে সাধুর বেশে
লোক দেখানো ভক্তিতে তার মিলবে কি শেষ ত্রাণ?


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৮/২০২০ইং।