সহায়হীনের সম্বল
বোরহানুল ইসলাম লিটন
================



ও ফুলনী কাঁথায় বসে
চিন্তা করিস মিছে?
দু কালেতেই থাকবি বসে
আমার পায়ের নিচে।


জানিস আমি কেমন ধনী?
ব্যাংকে জমাই টাকা?
তুই তো আবার অনাহারী
পেটরা পাতিল ফাঁকা।


দান ধিয়ানে বিশাল খ্যাতি
লম্বা আমার হাত,
তুই গায়ে দিস ছেঁড়া জামা
নিত্য অভাব ভাত।


টাকা কামাই পুণ্য জমাই
বেশ তো আমার খেলা,
সুঁইতে কাঁথা বাতের ব্যথা
নিত্য কাটাস বেলা।


ব্যস্ত ভরা জীবন গড়া
নেইকো সময় শেষে,
শুনতে ফুলি আড় নয়নে
বললো বিষম হেসে।


যশ সুনামে গড়তে আয়ু
যাচ্ছ পাহাড় গড়ে?
আমি খোদার নামটি জপি
সুঁইয়ের প্রতি ফোঁড়ে।


*********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০২/২০২০ইং।