সমসুখী গানে (ট্রায়োলেট-৩১)
====================@@@


একই সুরে দু’টি পাখি গায় যদি গান,
পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি!
জেগে উঠে কিশলয় পেয়ে নব প্রাণ,
একই সুরে দু’টি পাখি গায় যদি গান!
মৃদুলা বায়ুর বুকে মিশলে সে তান,
আলোও স্নিগ্ধ রূপে সাড়া দেয় আসি!
একই সুরে দু’টি পাখি গায় যদি গান,
পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন