সম্পর্কের বাঁধন
বোরহানুল ইসলাম লিটন
==============//


নব দুখী বেশে প্রকৃতি জেগেছে
হরে নিশীথের কালো,
নামাজি চলেছে মসজিদ পানে
ফুটেছে ভোরের আলো।


চারিদিকে সব নানা কলরব
মুখরিত কোলাহল,
ব্যস্ত দু পায়ে ছুটিয়া চলেছে
জন পথিকের দল।


আড়মোড়া ভেঙ্গে কুকুর জেগেছে
ডাকিয়া চলেছে কেহ,
পথের ওপারে পড়িয়া রয়েছে
ভিন পথিকের দেহ।


চারিপাশ ঘিরে জোরে কেহ ধীরে
বলিছে নানান কথা,
শব পাশে কেহ বসিয়া রয়েছে
ঢাকিতে মনের ব্যথা।


হায় দয়াময় একি অসহায়
চিনিলো না  তারে কেউ,
তবু জন মনে বহিয়া চলেছে
ব্যথা বেদনার ঢেউ।


এই বুঝি ধন রক্তে বাঁধন
গাঁথা যেন এক ডোরে,
আমাতে তোমাকে খুঁজিয়া পাইতে
ক্ষণে ক্ষণে যাই স্মরে।


মুখখানি তার ঠিক যেন সার
ডুবিছে সদ্য রবি,
হস্ত যুগলে লুকায়িত ছিল
দুখিনী মায়ের ছবি।।


********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৪/২০২০ইং।