সোনা বুড়ি
বোরহানুল ইসলাম লিটন
================



তাল পুকুরের উত্তর পাড়ে
সোনা বুড়ির বাস,
অদ্র্ধাহারে ‍দিন কাটে তার
পুরাই বারো মাস।


শতক পাঁচেক ভিটা আছে
বসত বাড়ির সাথে,
খরা বর্ষা একাই খেটে
সবজি ফলায় তাতে।


ঘুটে কুড়ায় নাড়া খুঁটে
আছে মুরগী হাঁস,
দিন দু-বেলা কেটে আনে
ছাগল দুটির ঘাস।


পরনে তার ছেঁড়া কাপড়
পেটে খাবার আধ,
মুখখানি টি দেখায় তবু
হাসে যেমন চাঁদ।


এক কম্বলেই শীত কেটে যায়
আর আছে এক কাঁথা,
উস্‌কো চুলে শুষ্ক দেখায়
তেল ছাড়া তার মাথা।


সুখ-দুঃখ সঙ্গী সাথী
নেইকো পিছুটান,
কৃপণতা নেইকো তবু
করতে কিছু দান।


খোদা ভক্তি বিশ্বাসে তার
শক্ত গড়া ঘর,
রক্ত বাঁধন হারা তবু
নয় কেহ তার পর।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০২/২০২০ইং।