সোনা দাদীর স্বর্গ
বোরহানুল ইসলাম লিটন
==============//



সোনা দাদীর বসত বাড়ী
ছোট্ট বেড়ার ঘর,
চাল দু-খানি খড়ের ছানি
বাঁশের খুঁটায় ভর।


বৃষ্টি এলে গামলা পাতে
পড়তে মেঝেয় জল,
কাঁথার মাঝে লেপটি গুঁজে
রাখতে চৌকির তল।


ঝড় আসলে বুকটি কাঁপে
উড়িয়ে নিবার ভয়,
বাঁশের খুঁটি জড়িয়ে ধরে
দুঃখ করার জয়।


সামলে রাখে হাঁস মুরগী
শোবার ঘরের কোনে,
ছাগল রেখে চৌকির তলে
স্বস্তি বাড়ায় মনে।


বুঝ অবুঝে দিনটি কাটে
থাকতে মায়ায় মিশে,
ভক্তি গুনে শক্তি মনে
হয় না হারায় দিশে।


দিন পেরোতে বছর আসে
বৃষ্টি যেতেই ঝড়,
এমনি ভাবে কাল চলেছে
স্বর্গ সুখের ঘর।।


********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৩/২০২০ইং।