====================@@@


মনের কথা-ই কাব্য হবে
সংশয়ে ক্যান মরো!
ভাবছো বসে লিখবো তবে
শব্দ হলে জড়ো!
বলছি না তা সবটুকু ভুল
তাই বলে কি পায় কভু কুল
ভাব না স্মরে ঠ্যাং ভেবে যে
লাঠি তুমি ধরো!
মনের কথা-ই কাব্য হবে
সংশয়ে ক্যান মরো!


কতো জনে ভাব বিনে রোজ
ছন্দ চুপে গড়ে,
চাইলে কি আর হোক তা শেষে
কাব্য হয়ে ঝরে!
চিনলো না যে গহন চাষা
স্বপ্ন তো তার বৃথাই আশা
তাইতো বলি চাও যা তুমি
এক ধ্যানে তা স্মরো!
মনের কথা-ই কাব্য হবে
সংশয়ে ক্যান মরো!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৭/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন