সর্বনাশী রুমাল
বোরহানুল ইসলাম লিটন
=====================৥৥৥


মনে পড়ে কি গো সেদিনের কথা
তুমি আর আমি, বসে বকুলের তলে,
বলেছিনু শুধু যাবো আমি মরে
ওমনি দুচোখ, ভরালে অশ্রু জলে?


রুমাল বাড়ায়ে বলেছিনু হেসে
তোমায় ফেলে কি, চলে যেতে পারি আমি?
তুমি বলেছিলে আমি নাকি ধন
তোমার জীবনে, সবচেয়ে বেশী দামী।


ক’মাস যেতেই স্বার্থের কোলে
জীবনটা সপে, মোরে ফেলে অবহেলে,
সুখের সায়রে নিজেকে ডুবাতে
অন্য কারোর, হাত ধরে গেলে চলে।


কতো যে ভেবেছি রাত্রি দিবসে
নিভৃতে একা, কি ছিল আমার ভুল,
উত্তর বিনে বিরহ কাতরে
কেঁদে বারে বারে, ছিঁড়েছি মাথার চুল।


বহু দিন পড়ে দেখিনু তোমায়
আমারি রুমালে, এ কোন সর্বনাশী,
আগে তো কষ্টে চক্ষু মুছিতে
আজ দেখে শুধু, ঢাকিলে মুখের হাসি।


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৮/২০২০ইং।