স্বর্গের দ্বারে (২৫০তম)
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


ঘুমায়ে ছিলাম স্বপ্নের মাঝে
পৌঁছে আরশের দ্বারে,
দেখি সেথা সব স্বর্গ নরক
সারি সারি দুই ধারে।


ফেরেশতা এক আসিয়া কহিল
করিবেন মোরে মাফ,
আগে হবে শেষ বিচারের বাণী
পরে তুলিবেন ধাপ।


দাঁড়ায়ে রয়েছি অধীর আশায়
দুরু দুরু ভীরু মন,
ক্ষণকাল পরে ত্রস্তে আসিয়া
বলিলো কয়েক জন।


এবার চলুন নরকের পথে
হিসাবে হয়েছে রায়,
নির্দয় ভাবে লোহার শিকল
পড়ালো দু’খানি পায়।


টানিয়া চলিল ফেরেশতা সব
মুখে নির্মম বোল,
এমনি সময় স্বর্গের দ্বারে
বাধিলো গণ্ডগোল।


একজন দূত আসিয়া কহিল
এগিও না কেউ ভুলে,
সযতনে ওর পায়ের বাঁধন
এক্ষুণি দাও খুলে।


প্রভুর কৃপায় নতুন হুকুমে
পাপ হয়ে সব নাশ,
মাতৃ সেবার সম্মানে আজ
স্বর্গে মিলেছে বাস।


হৃদয়ের খুশি উত্থলে উঠিলো
শুকরিয়া বার বারে,
চেয়ে দেখি মোর গর্ভধারিণী
দাঁড়ায়ে স্বর্গ দ্বারে।


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৮/২০২০ইং।