স্বর্গের দূরত্ব
[email protected]@@
পুণ্য পাপের মন্দা হিসাব
করতে দ্বিধার সুরে,
ভাবছো বসে স্বর্গ কোথায়
কোন সে’ অচিনপুরে?
না পেলে তার সঠিক জবাব
বাড়বে জানি অস্থিরের ভাব,
তাইতো বলি এক্ষুণি ওই
মাপক ফ্যালো ছুঁড়ে -
সত্য কি নয় ’মুখ থেকে মন
ঠিক যতোটা দূরে!’
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
দারুণ দারুণ। শুভকামনা রইল সম্মানিত কবি
অল্প কথায় স্বর্গের ধারণা , কাব্যে প্রকাশ ।
জ্ঞানবান ,সুন্দর কাব্য, মুগ্ধ ।
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা জানাই, ভাল থাকুন সদা ।
চমৎকার লিখেছেন। স্বর্গ নরক মানুষের মাঝে ই সুরাসুর।
সুন্দর উপস্থাপিত হয়েছে কবিবর।অনেক শুভকামনা।
মনের কথা বললে মুখে
থাকবে বন্ধু স্বর্গসুখে।
হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
মুখ, সংসারে বলে কত কথা
হিংসুক বদ আলাপণ
ধর্ম বাণী বলে চলে মন সারাক্ষণ---
খুব ভালো লাগলো বিষয় এবং কাব্য!!
ভালো থাক সব সময় ভাই।
শুভকামনা রইল।
রূপকের ছোঁয়ায় অসাধারণ মানবিক কাব্য পাঠে বিমোহিত হলাম, সম্মানিত কবি জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো অনিঃশেষ।
অপূর্ব ছন্দময় কবিতা! ভালো লাগা রেখে গেলাম পাতায়।
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।
সুন্দর প্রকাশ!
অসাধারণ সুন্দর শিক্ষা মূলক কবিতা! ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভকামনা ও অভিনন্দন জানাই শ্রদ্ধেয় কবি জী ।
চমৎকার ছন্দময় কবিতা কবি। প্রথম স্তবক টা চমৎকার লাগলো ছন্দে। অনেক অনেক অভিনন্দন রইলো সম্মানিত কবি।
অনবদ্য রচনা শৈলী । "
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনবোধ ও মানবতাবাদী ভাবনার কবিতা, ভাল লাগলো ;
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
'স্বর্গের দূরত্ব '- "সত্য কি নয় 'মুখ থেকে মন/ঠিক যতটা দূরে'- বিশ্বাসী কবির চরম উপলব্ধি ও অনুভবের একটি অসাধারণ কবিতা।
শুভ সকাল, প্রিয় কবি।
বাহঃ বাহঃ...লা জবাব...
রূপকের আড়ালে চমৎকার অভিমত...
চারিত্রিক কাঠামোকে বদলানোর দারুণ এক সলা...পড়ে হলাম অভিভূত।
ভালো থাকুন প্রিয় কবি।অনাবিল শুভেচ্ছা রইল।
কবি খুবই চমৎকার লিখা পাঠে মুগ্ধতা সহ ভাললাগা সবটাই রাখিলাম পাতায় ধন্যবাদ।