=====================@@@


আহা! একি অপরূপ প্রকৃতির খেলা,
বসেছে কাজলা বিলে শাপলার মেলা।
জেগেছে আমন ক্ষেতে সবুজের সাড়া,
দেখে তা হয়েছে হাঁস খোশে দিশেহারা।


ফুটেছে হাসনুহানা বাগিচার আড়ে,
মৃদু বায়ে দোলে কাশ তটিনীর পাড়ে,
সুবাসে অলিরা এসে গড়ে কলরোল,
দেখে তা মেতেছে হয়ে খুশিতে বিভোল।


আশায় গুনছে ক্ষণ লাজে তাল বসি,
নিশীথে উঠবে বলে সুহাসিনী শশী।
গগনে শুভ্র মেঘ জমে পাশাপাশি,
দেখে তা গড়েছে ভেলা হয়ে উচ্ছ্বাসী।


পাখালিরা গায় শাখে বিদায়ের জারি,
শুনে তা চলেছে বান আপনার বাড়ি।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৮/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন