ছোট বোনের আদর
বোরহানুল ইসলাম লিটন



ঝলমল এক শীতের সকাল
ঘাপটি মেরে বসে,
রোদ পোহাচ্ছি উঠোন পরে
বোনটি ছিল পাশে।


খেজুর গুড়ে ভাপা পিঠা
খাচ্ছে মজা করে,
তাই না দেখে তৃপ্তিতে মোর
মনটা গেলো ভরে।


হাত বাড়িয়ে বলি একটু
দে না বোনটি সোনা,
তুই তো আমার মানিক রতন
ছোট্ট চাঁদের কণা।


মুখখানি টি তুলে তাকায়
চোখটি করে আড়,
কাউকেই যাবে না দেওয়া
নিষেধ আছে মার।


চুপটি করে দিচ্ছি তোমায়
ফেরত দিবে পরে,
চিমটি কেটে তুলে দিল
হাতের উপরে।


’আর দিব না’ শুনে আমি
খুক করে দিই কাশি,
একটু দুরে মা দেখে তাই
করছে হাসাহাসি।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০১/২০২০ইং।