সত্তার মান
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


হোক না হেলায় জন্ম তোমার
নয় তবু তা ভুল,
পণ গড়ে নিজ মন গহীনে
নড়লে না এক চুল।


কাল যদি যায় পরের হিতে
হোক তা গরম তীব্র শীতে


দিন শেষে ঠিক দেখবে ভিতে
চৌদিকে তার কূল।
চাও যে দিকেই মিলবে তখন
সদ্য সতেজ গুল।


বাগ বলো আর পথের পাশে
অল্প আয়ুর প্রাণ,
রোজ ফুটে ফুল সত্তা বিলায়
নয় তা কি তার দান??


খোশতে যে তার গন্ধ ঝরে
সব রেখে যায় পরের তরে


যায় যদি তাই মালায় মরে
করবে কে লীন মান!
জন্মটা তার সস্তা হলেও
বয় যদি তা শান??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০১/২০২১ইং।