ছোটুর রাগ ও শীত এসেছে (দু’টি ছড়া)
====================@@@


১) ছোটুর রাগ


ধাক্কা দিলে রেলগাড়িটা
চালু হতো যদি,
যেতাম আমি চাঁদের দেশে
দিয়েই পাড়ি নদী।


সুতলি যতো চরকা বুড়ির
পৌঁছে নিতাম কেড়ে,
এই কথা আজ কইছে ছোটু
লাট্টু খেলায় হেরে।


২)  শীত এসেছে


ক’দিন থেকেই বলছে ডেকে
হিমেল বায়ের আঁখি,
শীত এসেছে শ্যামল বাটে
শিশির দিতে মাখি।


সজীব ডগায় ফুল ফুটেছে
শুনে মাচার ধারে,
চোখ রেখেছে ফিঙে শালিক
খেজুর গাছের ঘাড়ে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন