ছয় বিঘার মোড়
বোরহানুল ইসলাম লিটন


জগতটাকে দেখবো বলে বের হয়েছি ভোরে,
শুধু জীবনটাই আপন তাই নিয়েছি সঙ্গী করে।
দেহটাতো বললো ডেকে করিস না মোরে পর,
আমার উপর ভর করেই তুই চলবি জীবন ভর।
রিপুগুলো যেচে এসে ধরলো যখন ঘিরে,
দেখি জগতটাই আছে এক রঙিন চশমা পরে।
চারদিকে রঙ্গশালা রঙেরই বাড়ি ঘর,
ধরাকে সরা জ্ঞান করে আপন করলাম পর।
আজব জগত এমন বাতাস লাগে যখন গায়,
কচুরীপানাও স্রোত পেরিয়ে উজান পানে ধায়।
বিকেল বেলা কষ্টগুলো ধরলো যখন ঘিরে,
মুচকী হেসে ওরাই বলে আর পাবি না দিন ফিরে।
ভয় করিস না জীবনে কভূ দুর্দিন যদি আসে,
আপন তো ওরাই সেদিন থাকবে যারা পাশে।
সরে গেছে যারা ছিল সকাল দুপুর ভোরে,
সন্ধায় দেখি দাঁড়িয়ে আছি সেই ছয় বিঘার মোড়ে।


প্রকাশকাল
০৭/১২/২০১৯ইং।