সুখ সায়রের চান (ট্রায়োলেট-১১)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


রাত কাটে যার আকাশ পানে চেয়ে
উঠবে ভেবে সুখ সায়রের চান,
নিদ তারে কি ধরতে পারে ধেয়ে!
রাত কাটে যার আকাশ পানে চেয়ে!
আঁধার যদি গুমরে আঘাত পেয়ে,
গাইবে তবু সেই নয়নের গান।
রাত কাটে যার আকাশ পানে চেয়ে
উঠবে ভেবে সুখ সায়রের চান।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৪/২০২১ইং।