সুখের আড়ালে
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


যদি হাসে কভু সুখ,
মনের মুকুরে জেগে আছে দেখো
ব্যথা ভরা এক মুখ!


চাঁদনী নিশীথে সকলেই খুশি
যেন মননের ধন,
কেউ কি গো ভাবে ক্ষণিকের তরে
কাঁদে সেথা এক মন!


চৈত্র মাসের দাহকের চুমে
গাত্র উঠলে জ্বলে,
অবলাও যায় তৃষিত হৃদয়ে
শীতল বৃক্ষ তলে।


তা’ বলে কি উঠে আপনা ই জেগে
হেসে প্রকৃতির প্রাণ,
যদি না ক্ষরণে অম্বুদ করে
গহীনের আশা দান!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৪/২০২১ইং।