তেলের দর (ব্যঙ্গ)
[email protected]@@
ক্যান ছুঁড়ো দোষ চক্র হারে
বাড়লে তেলের দাম,
ঘর বাহিরে তেল ছাড়া আজ
হয় কি কোন কাম?
চলছে গাড়ি? তেল এনে দাও,
রাঁধছে ছালুন? তেল দিয়ে তাও,
বলছো জেনেই ফ্রিতে পড়ে বেল?
বন্ধু স্বজন যার যা আছে
পাশে তুফান মেল,
কও তো দেখায় তেল বিনে কে
ভানুমতির খেল?
এই যে ও ভাই ফাইল হাতে!
’নেই দু’ চোখে ঘুম’,
নীল দু’টো গাল ঘুরছো পিছে!
’দেয়নি গুরু চুম’,
খুঁজছো শুনেই সংসারী খেই?
ভাবছো গাড়ির সিট খালি নেই?
আর দেরী ক্যান, দাও তো টাকেই তেল!
ওই দ্যাখো ভাই হাসছে ঘুরে
পাচ্ছো না আর ফেল?
এমনি সাজে রয় জেগে যার ধর,
চাইলে কি তার নিম্নে থাকে দর!!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৮/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
আপনার লেখা তেলের দর কবিতাটি খুবই সুন্দর করে সাজিয়ে লিখেছেন কবি ।। আপনার লেখাটি জনপ্রিয় হয়ে উঠুক ।। ভালো থাকবেন সব সময় ।। শুভ রাত্রি প্রিয় কবি
আসলে তো আমাদের করবার কিছু নেই
তাই যা মনে আসে লিখে দেই
মনটাকে তো রাখি পরিষ্কার
এই মুহূর্তে এমন প্রতিবাদেরই দরকার।
তেল না দিলে খতম খেল। দারুণ ব্যঙ্গ!মুগ্ধ হলাম পাঠে।
নিরন্তর শুভকামনা কবি।
উর্দ্ধগামী বাজার দরে তেল কেন থাকবে নীচে
চলছে তেলেসমাতির খেল!
সমকালীন ভাবনার অনন্য কাব্যিকতায়
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
শুভ কামনা রইল প্রিয় কবি।
রূপকের আবর্তনে চমৎকার রম্য রচনা। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
রম্য রসে পূর্ণ রূপকে দুর্দান্ত অনুভূতির প্রকাশ,
অশেষ মুগ্ধতা পাঠে, আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল অফুরান।
সম্মানিত কবি, আঞ্চলিকতায় রম্য কাব্য!! পাঠে হৃদয় ছোঁয়া অনুভুতি। শুভ কামনা আপনার জন্য। ভাল থাকবেন সব সময় এ প্রত্যাশা রইলো।
রম্য রসে ভরপুর দুর্দান্ত ব্যঙ্গাত্মক প্রতিবাদী কবিতা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সব জায়গাতেই তেলবাজি
তাই তো এমন কারসাজি।। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদী চমৎকার রম্য বিদ্রোহী কবিতা।। অনন্ত হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
তেল নিয়ে ভাই তেলেসমাতি আর কতকাল চলবে !
তেল ছাড়া ভাই কোন কাজটা হয় একটুখানি বলবে ?
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনমুখী ভাবনার রম্য কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
তেল নিয়ে অনন্য অনুভূতির অনবদ্য প্রকাশ। চমৎকার কবিতা মুগ্ধতা ছড়ালো শ্রদ্ধেয় প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
সুন্দর
"ঘর বাইরে তেল ছাড়া আজ
হয় কি কোন কাম?"
জ্ঞানবান কবির বিচক্ষণ মনেধরা ব্যঙ্গ কাব্য ।
রূপকে , খুব সুন্দরে বলা সব কথা , ধন্যবাদ , শুভকামনা ।
শুভদুপুর , অসীম শুভেচ্ছা জানাই , প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
তেল দিয়ে তেলানি
আমরা কি জানি¿
পাচার হয় জ্বালানি
আগে মুখ খুলি নি,
চমৎকার রম্যে তৈল কাহিনী।
মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি।
অসংখ্য শুভকামনা রইলো ভালো এবং সুস্থ থাকুন সত্য।
চমৎকার কাব্য
অসামান্য ভাবনা। দুর্দান্ত প্রকাশ। কবির জয় হোক।।
চমৎকার লেখনী প্রিয়। বাস্তবতা সম্মৃদ্ধ লেখনী।
অসাধারণ। অসাধারণ রম্য কাব্য। দুর্দান্ত উপস্থাপন। অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো ; অনেক অভিনন্দন প্রিয় কবি।
প্রতিস্বরঃ
বুঝলে দিবাকর,
খুঁজবে এবার, আকার তোমার-- আকাশের নীলিমায়,
গোবর- আবর্জনায়,
গাছেদের শিকড়ে, লতায়- পাতায়।
কবির প্রেমের কাব্য,
হায় হায়! হারিয়ে যায়।
কষ্টের পেটের ভেতর থেকে জনে জনে চিতকার করে,
যারে তারে,
ঝরে অঝোরে গালাগাল অশ্রাব্য।
মড়ার তেলে ফিরছে মরণ,
নেই নেই ভর্তুকি, মিলাও কারণ বা করণ-
জীবনের সমীকরণ, দয়াল কি গেছে ছুটি,
বলো সাথীরা, বিধাতা মিলাবে কি,
ভারসাম্যের বৈশ্বিক সমীকরণ।।
নড়াইল, ৬ই আগস্ট ২০২২
ব্যাঙ্গাত্মক রূপে প্রতিবাদ।
সুন্দর লাগছে কবিতা পড়ে অনেক অনেক শুভকামনা রইল কবি।