টেপার মায়ের জ্ঞান (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


শুনছ তুমি টেপার মাতা
লিখছে গুগল কি?
চন্দ্রতে যে রাজরানী সে
বিশ্বে এলে ঝি!


কও কি ওগো টেপার বাবা
সব পুড়ে হোক ছাই,
চলো তবে আজ দু’জনে
চাঁদের দেশেই যাই!


টেপার বাবা বললো মোদের
মিটবে কি সে আশ!
সেথায় নাকি পুরুষ লোকের
নেই কোন গেট পাস!


আমি না হয় পরেই যাবো
আসলে সুযোগ ফের,
টেপার মাতা বললো ফিকির
পাইনি কি আর টের!


আজ যদি যাই চাঁদের দেশে
তোমায় দিয়ে হাল,
ঠিক তুমি ফের করবে বিয়ে
না পেরোতেই কাল!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০১/২০২১ইং।