তবুও জাগে কি অভিমান!
====================@@@


তবুও জাগে কি অভিমান!
নিশীথে খুলে এ দ্বার
দেখি না ক্ষণিক আর
উঠেছে কি উঠে নি সে চান।
তবুও জাগে কি অভিমান!


কর্ণ কুহরে এলে ডাহুকের সুর,
মনটাকে গড়ি এক নীরস নিঠুর।
যদি ডাকে তক্ষক
বুকে গাঁথি ভীরু শোক
মরমী আলয়ে গেয়ে গান।
তবুও জাগে কি অভিমান!


দোলনে ফুলেরা যদি ছড়ায় সুবাস,
আমি খুঁজি নিভৃতে বিরহী আবাস।
দেখা দিলে রামধনু
যাচি সে’ তপ্ত ভানু
যে গড়ে চৈতী ধারে তান।
তবুও জাগে কি অভিমান!


বইলে তৃষিত ক্ষণ ফাগুনের ডাক,
আমি হই বৈশাখী ঝড়ের খোরাক।
রাখালী বাঁশির সুরে
সাজি বুড়ো থুরথুরে
কালের উদরে সঁপে প্রাণ।
তবুও জাগে কি অভিমান!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৪/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন