তোমাকেই খুঁজি
========================@@@


নিত্যই তোমাকে খুঁজি
নির্বিঘ্নে শিশির ঝরা আরক্ত শীতের প্রাতে,
সজাগ সর্পিল পথ মিশে গেছে যেথা
দামাল ক্ষেতের বুক তুলির আঁচড়ে চিরে
আরেকটা দূর্বা ঘাসে জাগা অভিমানী
নন্দিত পথের সাথে।
ব্যাকুলে শুধাই আমি সদ্য বসা শালিককে ডেকে,
আসবে কি সেই ছাগ
গাত্র ভেজা ঘাস দেখে করতো যে বিরক্তি প্রকাশ
শানিত সূর্যের আশে তালহীনে বারে বারে হেঁকে?
প্রাণবন্ত কুহেলিরা দল বেঁধে উড়ে আর
জিজ্ঞাসু দৃষ্টিতে হাসে,
সেই দুষ্টু ফড়িঙটা আমাকেই দেখে
অব্যক্ত কথার ছন্দ আঁকে বলে কলমির ক্যানভাসে।
তবুও সাজাই আমি বিক্ষিপ্ত প্রহর
থোকা থোকা মেঘ দিয়ে বিরিক্ষির কম্পমান পাতে,
নির্জলা বিশ্বাস বুকে পড়বেই একদিন ধরা
হঠাৎ লাফিয়ে উঠা খালের সে’ বোয়ালের ছল
নিশ্চয় চাক্ষুষে কারো নয়তো বা হোক হাতে-নাতে।


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন