তুই শুধু এনে দে!
====================@@@


ফের এসে সেই চাঁদের বুড়ি
যতোই যাচুক দর,
করবো না আর রৌদ্র স্নানে
চিলের পিঠে ভর।


নদীর বুকে উঠুক মেতে
ব্যাকুল আশায় ঢেউ,
চাইবো না এই মনটা সাজুক
আলাদিনের দেউ।


ডাক যদি দেয় বরই তলা
দামাল মেঘের দল,
চাপবো না হয় হুড়কা এঁটে
বুকের কোলাহল।


গড়বো না মা স্বপ্ন বুনে
রঙ মহলের ছাদ,
বাঁশ বাগানের মাথায় শুধু
তুই এনে দে চাঁদ!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন