তুমি আছো
বোরহানুল ইসলাম লিটন
==============//


তোমারি পরশে ধন্য ধরণী
রাখিতে দেশেরি মান,
সুখের সিন্ধু দু পায়ে দলিয়ে
জীবন করেছো দান।


সবুজ নিশানে মিশে আছো তুমি
রক্তে রাঙানো রবি,
সমতার গানে স্বজন বাঁধনে
বাংলা মায়ের ছবি।


বাবার স্বপনে দেখি তোমা মুখ
মায়ের মুখের হাসি,
মাল্লা মাঝির ভাটিয়ালি গানে
ঝিলের শাপলা রাশি।


নবীনের মুখে জয়োগান তুমি
সহায়হীনের বল,
স্বপ্নে বিভোর আশা ভরা মন
দামাল ছেলের দল।


সবুজের মাঠে জেগে আছো তুমি
সেজে বাংলার চাষী,
বাউলের মুখে জারি সারি গান
দুখিনী মায়ের হাসি।


রুধির ধারায় মিশে আছো তুমি
আম-জনতার মনে,
বাঙ্গালীর বুকে আশা ভরসায়
স্মরণে প্রতিটি ক্ষণে।


রবে চিরদিন হয়ে অমলিন
প্রতি বাঙ্গালীর শ্বাসে,
বিধি নীতি মান সাম্যের গান
জেগে সকলের পাশে।।


(’মুজিব শতবর্ষ’)


*********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৩/২০২০ইং।