তুমিও কি ভাবছো!
=====================@@@


আন্ধার কর্কশে
নিচ্ছে হৃদয়ে ধ্বসে
বসে আছি আমি একা তটিনীর ঢালে,
তুমিও আমার মতো নির্ঘুম চোখে
ভাবছো কি লেখা আছে আরও এ কপালে?


আজকে নীলিমা দেখি খুব বেশী দূরে,
মেঘেরা খুঁজছে তারে দল বেঁধে উড়ে।
মিটি মিটি তারাগুলো
নয়নে দিচ্ছে ধুলো
চাঁদের রূপালী প্রভা কেড়ে উল্লাসে।
বলো তো ঝিঁঝিঁ কি পেতো এতোটা আঘাত
থাকতে আগের মতো যদি তুমি পাশে?


ঢেউয়ের যে দোলা ছিলো দু’চোখের মণি,
ওরাই গড়ছে আজ কান্নার ধ্বনি।
সর্পিল স্রোতধারা
কূলহীন দিশেহারা
কুলু কুলু রব তারে গেছে বলে ছাড়ি।
হতো কি গুনতে যদি আজও তুমি তারা
বিরহে ক্ষণিক বুক জোনাকির ভারী?


টানছে হৃদয় আজ অনাহুত ক্ষণ,
তবুও করে না বক মৃদু আলাপন।
সুরেলা যে সমীরণ
গড়ে এ কি শিহরণ
কর্ণ কুহরে এনে মশকের হাসি!
তুমি কি আমার মতো দেখছো এমন
ছড়ায়ে নিশির বুকে স্মৃতি রাশি রাশি?


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন