উঠ খোকা!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


উঠ খোকা উঠ দিচ্ছে আজান
মসজিদে যাই চল!
রোজ জামায়াতে পড়লে নামাজ
বাড়বে মনের বল!


শিখবি আদব ধৈর্যটা কি
সখ্য কারে কয়!
করবি মেনে খোদার হুকুম
আত্মটাকে জয়!


এই ধরা সব নয় রে খোকা
থাকবি কয়েক দিন!
যায় যদি তাই নিদ্রা হেলায়
টানতে হবে ঋণ!


ডাকবে যেদিন দূর দেশে ঐ
থাকতে মালেক সাঁই!
দেখবি সেদিন কর্ম ছাড়া
আর কেহ তোর নাই!


নামাজ বিনে পারবি কি তুই
খুলতে সেথায় দ্বার!
চল খোকা চল থাকতে সময়
মানবো না সে হার!


(কবিতাটি প্রিয় কবি মোঃ তওহিদুল ইসলাম এর আজকের
ছড়া-কবিতা পাঠে অনুপ্রাণিত হয়ে তৎক্ষণাৎ লেখা। তাই কবিতাটি
প্রিয় কবির নামেই শ্রদ্ধার সাথে উৎসর্গ করলাম।)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০১/২০২১ইং।