ভোরের পাখি
[email protected]@@
সুজল গাঁয়ের ধারে,
আজও সে শায়েরী নিশি-দিন জাগে মানুষের সারে সারে।
ছোট কুঁড়ে ঘরে বসত করতো আবদুর রহমান,
বয়সের ভারে দেহ ছিল তার জরা ব্যাধিদের প্রাণ।
ছেলে মেয়ে ছিল সংসার ভরা নাতি-পুতি বারো জন,
তবু সে গুণতো আনমনে একা নিরজনে বসে ক্ষণ।
বলতো না কভু কাউকেই ডাকি রয়েছে সুখে না দুখে,
মনের বাঞ্ছা পাঁচ ওয়াক্ত নামাজেই দিতো রুখে।
নিশীথের শেষে প্রভাত যখনই মেলতো শুভ্র আঁখি,
জায়নামাজে সে বসে হতো এক অন্তর ভাঙা পাখি।
বিধাতার দোরে নামাজ অন্তে তুলে দুইখানি হাতে,
ব্যাকুল রোদনে আব্দার যতো গেঁথে দিতো মোনাজাতে।
বলতো যখন নবীজির কথা মাতা হারানোর স্মৃতি,
ছড়ায়ে পড়তো পাড়াময় বেগে চির জাগা এক প্রীতি।
সকলে ভুলতো বিছানার মায়া ওযু করবার তরে,
আল্লাহ্ আল্লাহ্ ধ্বনিতে জাগতো রমণীরা অন্তরে।
হোসেনের কথা বলতে যখন যেতো ফোরাতের তীরে,
কান খাড়া রেখে শুনতে সকলে ভাসাতো বক্ষ নীরে।
এমনি ভাবেই যেতে যেতে দিন দুঃখ বা সুখ মাখি,
চলনে সে হলো মানুষের হৃদে ভোরের সুরেলা পাখি।
হঠাৎ সেদিন প্রভাতের শেষে এলো সকালের তান,
গাইলো না তবু মধুর কণ্ঠে আবদুর রহমান।
সকলেই এলো অস্থির পদে খোঁজ নিতে তাড়াতাড়ি,
এসে দ্যাখে পাখি বেঘোর ঘুমায়ে সুর গেছে তারে ছাড়ি।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনন্য সুন্দর অনুভবে জীবনের কাব্য।
যে মানুষ তাঁর প্রার্থনায় সুখ দুঃখ সব একজনকেই সঁপে দিতে পারে
ইহলোকের কোন ব্যথা যন্ত্রনা তাঁকে নাড়া দিতে পারে না।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
সুন্দর মানবতাবোধের কবিতা। ভাবমুগ্ধতা রইল একরাশ!
শুভেচ্ছা কবি। ভালো থাকবেন সবসময়।
হে প্রিয়তমেষু কবি!!!
অসাধারণ জীবনমুখী বিরহের নান্দনিকভাবে প্রকাশে কাব্যিক উপস্থাপনায় অনেকে ভালো লাগা রেখে গেলাম একরাশ।
ভালো থাকুন সবসময় প্রিয়।
অনন্য প্রকাশ
অসাধারণ কাব্যিকতায় জীবনযাপনের কাহিনী। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অ ন ব দ্য!!
বিমুগ্ধ কবিতা পাঠে।
অফুরন্ত শুভেচ্ছা প্রিয় কবি।
এমনি করে নীড় হারা হয়
অনেক ভোরের পাখি
জীবনের হাল এমনি নাকাল
চুপ হয় ডাকাডাকি।
হার্দিক শুভকামনা রইলো সুস্থ ও ভালো থাকুন সবসময় প্রিয় কবি প্রিয়জন
আবেগঘন কাব্যিকতায় তুলে ধরলেন ঈমানের পরিচয়।
দারুন ভাবে অভিভূত হয়ে গেলাম প্রিয় কবি।
খুবই ভালো লাগল, শুভ কামনা রইল।
দারুণ আবেগময় জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার বিরহের কবিতা , ভাল লাগলো , ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। একদিন তো সবাইকেই এভাবেই যেতে হয়। শুভকামনা নিরন্তর।
মানবতা আর ধর্মীয় বোধের এক অনন্য কবিতা
জীবনমুখী, সুন্দর মানবতা বোধের কাব্য "ভোরের পাখি" , মুগ্ধ ।
শুভসকাল, প্রিয়কবিকে আশেষ শুভেচ্ছা , ভাল থাকুন অহরহঃ ।