বাসন-কাসন ঘষামাজা করে
পরিপাটি করে অন্যের ঘর,
আপন ঘরের নাইরে খবর
স্বপ্নে বাঁধে সংসার।


সাহেবের সন্তান যাবে স্কুলে
মহা আয়োজন আদুরীর,
নিজ সন্তান ঘুরে পথেঘাটে
নাইরে খবর তাহার।


সাহেবের মা আসবে গাঁ থেকে
সুস্বাদু রান্না চাই,
আদুরী তুই রেঁধে রাখিস সব
দেরি যেন না হয়।


বিকেলে আমার মোর্চা আছে
ম্যাডামের হুশিয়ারী,
কাপড় গুলি ধুয়েমুছে রাখিস
মাখিয়ে সুগন্ধি।


ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সন্ধ্যায়
আদুরীরা ঘরে ফিরে,
দুমুঠো ভাত ভাগ করে খেয়ে
আগামীর স্বপ্ন বুনে।


সকালের সূর্য সবার জন্য
আশার বাণী নয়,
সূর্যের মত আলোকিত তারা
আদুরীরা এমনই হয়।


উৎসর্গঃ- নির্যাতিত নিপীড়িত ঐসকল বোনদের যারা সকাল সন্ধ্যা অন্যের বাড়িতে ঝিঁয়ের কাজ করে।