ধন্য ধন্য আইনুদ্দীন
হয়েছ সার্থক তুমি,
আম জনতার মুখে মুখে
তোমার সংগীত শুনি ।

হারিয়েছ সেই বহুদিন হল
করেছ  ব্যাথিত তুমি,
কানপেতে শুনি বহু কন্ঠে
বেঁচে আছো আজো তুমি ।


বুদ্ধিদীপ্ত কান্ডারি তুমি
বাকি রাখিয়াছ বহু কাজ,
আজ সে কাজ আঞ্জামে ব্যস্ত
তোমার কলরব ।


আজ বাংলার আকাশ পেরিয়ে
বাজে সুর বহুদূর,
সুরের মূর্চ্ছনার মোহিত সবে
সে সুর সুমধুর ।


রচনাকালঃ-
২৭১২২০১৫ খ্রিস্টাব্দ