তোকে কাঁধে নিয়ে চলছি আমি
সামনে বাংলাদেশ,
আমার আরাকান হয়েছে দখল
পরাধীন সে দেশ।


ওপারে মোদের ভাইরা থাকে
চল তাদের কাছে,
খেতে যদি নাও দেয় তারা
দেবেনা তাড়িয়ে।


এখানে জুলুম শত নির্যাতন
মায়ের কোল খালি,
হায়েনারা কত ছিনিয়ে নিয়েছে
ইজ্জত হাজারো নারীর।


আমার আদরের মানিক রতন
আমার ছোট্ট শিশু,
ওই হায়েনাদের হাত কাঁপেনি
রহম হয়নি একটু।


বিশ্ব মানবতা দেখেনা কিছু
চোখেতে পট্টি বাধা,
রক্তে আরাকান গিয়েছে ভেসে
দেখেনি কেউ তাহা।


রচনাকাল
২১/০৯/২০১৭ খ্রিষ্টাব্দ।