দেখো বাপু শোন তুমি
দু'কান খুলে,
হাসি মজা করো নাকো
কারো দুর্দিনে ।


আমার বিপদের তোর
মুখে বুনো হাসি,
বিরোধিতা করো তুমি
তাই বলে কি?


জালিমের জিন্দানে
বন্দী আমি,
হয়তো বা কাল তুমি
হবে সাথী ।


নিজেকে নিয়ে তুমি
ভাবো ভাই ভাবো,
আছো কি স্বাধীন তুমি
সেটাই দেখো ।


রাজনীতি নাম তার
নয় রাজার নীতি,
জুলুমে জর্জরিত
নাই সম্প্রীতি ।


প্রজারা না খেয়ে মরে
যেথা সেথা,
ক্ষমতার মসনদে
রাক্ষস বসা ।


চোর যত আছে সব
বড় বড় পদে,
ঘুস খায় সব শালা
সহনীয় ভাবে ।


সবশেষে পাবে তুমি
যাহা নিজ ভাগে,
দেখবে তাতে কিছু নেই
আছে খালি পড়ে


বলি শোনো সাবধান
হও এখুনি
আমার বিপদে না
হয়ো খুশি ।


রচনাকালঃ
০৯০২২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।