চোরগুলো সব চুরি শেষে গায়ে জড়ায় পাঞ্জাবি
ভাবখানা তার এমন যেন মস্ত বড়ো মৌলূবী ।
কথায় কথায় খোদার জিকির আহারে সে সুফি
পরে হক খেয়ে কিরে কামিয়াব হয় নেকি?
আমায় বলে সত্য বল সত্য শুনো সত্যে যে মুক্তি
চোরে শোনায় ধর্ম কথা আছে কিরে যুক্তি ।


বলিরে হে বাছাধন তুই নিজে শুধরেছিস
নীতি কথা আমায় বলিস নিজে বদলেছিস?
লোকে আজো দেখলে তোরে চোরের মতই দেখে
লাভ হবে কি শরীর মাঝে আতর গোলাপ মেখে ।
পরের টাকা মেরে তুই আজ মস্ত করোড়পতি
চোখ দুটো তোর বন্ধ হলে বুঝবিরে সব ফাঁকি ।


এই মঞ্চ নাটক বন্ধ হবে আঁধার গভীর রাতে
রঙ মহলে বিষন্নতা আসবে কিছু পরে ।
মুহুর্মুহ তালির আওয়াজ আসবে না আর কানে
নিস্তব্ধতা আসবে নেমে জগত সংসারে ।
বলি বদলাও নিজকে নিজে কষ্টিপাথর দিয়ে
মেকি বদলের খোলাস ছেড়ে বদলাও অন্তরে ।


রচনাকালঃ-
২৪০১২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।