আমি যেখানটায় বসেছি, সেখান থেকে
বেঞ্চিতে, শেষ প্রহরে ।
সূর্যটা যাচ্ছে ডুবে,
পুরো দিনের ক্লান্ত দেহে, ব্যর্থতার ছাপ
মাথায় নিয়ে ;
পাখ-পাখালি উড়ে আকাশে
বিদায় দেয় সূর্যটাকে,
কিচিরমিচির আওয়াজ করে
রোধন নাকি হাস্যছলে?
ঘরে ফেরার তাগাদা দেয়
সন্ধ্যা নেমে এলো যে ধরায় ।


দূর শহরের দেওয়াল গুলো
রক্তে রাঙা সূর্যের আলোয়,
একটু সুখের নিঃশ্বাস নিতে
শহুরে দেহ সমুদ্র কিনারে ।
শীতল বাতাসের ছোঁয়ায় ছোঁয়ায়
কাব্য গেঁথে মনকে শোনায়
মনকে হাঁসায় দুঃখ ভোলায় ।
ভাবনা গভীর দীর্ঘশ্বাসে
বিদায় জানিয়ে দিন আলোকে
চলল মানব,সেই শহর পথে ।


রচনাকালঃ-
১৯১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।