কবির কলম কইছে কথা
শিল্পী গাইছে গান।
গাইব মোরা তাদের সাথে
দেশের গুনগান।


সবুজ শ্যামল দেশটি আমার
খোদার মহা দান।
তাই তো সবাই শোকর জানাই
প্রভু তুমি মেহেরবান।


ছলাৎ ছলাৎ চলছে নদী
তাহার উপর ভাসছে তরী।
ভুলব তোমায় কেমন করে?
ওহে দেশের সোনা মাটি।


পাল তোলা ঐ  নাউয়ের মাঝি
গাইছে মধুর গান।
বাংলার জন্য দিতে হয় যদি
জান দিবে কোরবান।